হোম > সারা দেশ > সিলেট

২০ বছরের কেরোসিনের গন্ধ শোঁকার নেশা ছাড়তে ব্যাকুল সিলেটের রহিম

জামাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) 

১২ বছর বয়স থেকে কেরোসিনের গন্ধ শুঁকে আসছেন আবদুর রহিম (৩০)। প্রায় ২০ বছরের অভ্যাসে বিষয়টি তাঁর নেশায় পরিণত হয়েছে। শুরু থেকে পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয়রা বাধা দিলেও রহিমকে বিরত রাখা যায়নি। তবে, এত বছর পরে এই নেশা থেকে পরিত্রাণের জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছেন। 

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আবদুল রহিম বলেন, 'এই কেরোসিনের ঘ্রাণ না নিলে আমার ভালো লাগে না। এটা আমার নিত্য সঙ্গী হয়ে গেছে। একটি ৫ লিটার কেরোসিনের ড্রাম সব সময় আমার সঙ্গেই থাকে। আমি এই নেশা থেকে পরিত্রাণ পেতে চাই। তবে বহু চেষ্টা করেও পারছি না। আমি খুব দরিদ্র পরিবারের সন্তান, মা-বাবাও না থাকায় চিকিৎসাও নিতে পারছি না। যদি সমাজের কোনো বিত্তবান ব্যক্তি এগিয়ে আসেন তাহলে উন্নত চিকিৎসার মাধ্যমে আমি এর থেকে মুক্তি পেতে পারি।' 

জানা যায়, ১০-১৫ মিনিট পরপর কেরোসিনের ঘ্রাণ নেন রহিম। ঘ্রাণ না নিলে তাঁর জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে যায়, পাগলপ্রায় লাগে। অজ্ঞান হয়ে পড়ার মতো ঘটনাও ঘটে। কেরোসিনের গন্ধ নিলে আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তাই কেরোসিনের বোতলটি তাঁর নিত্যসঙ্গী। হাটে-মাঠে, কাজকর্মে, আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে গেলে এমনকি ঘুমের সময় একে পাশে রাখেন রহিম। কিছুক্ষণ পরপর ড্রামটির মুখে মুখ লাগিয়ে গন্ধ শুঁকেন।

আবদুর রহিমের গ্রামের বাসিন্দা হুঁশিয়ার আলী জানান, এলাকার অনেকেই তাঁকে কেরোসিনের ঘ্রাণ নেওয়া থেকে বিরত রাখার অনেক চেষ্টা করেছেন। এতে কোন লাভ হয়নি। তাঁর মা-বাবাও বেঁচে নেই। দারিদ্র্যর কারণে রহিম ভালো চিকিৎসা নিতে পারছেন না বলে উল্লেখ করে এলাকার আরেক বাসিন্দা আমরুস আলী।

পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করাতে না পারার কথা জানান রহিম নিজেও। তাঁর আক্ষেপ, কবে এই বিচিত্র নেশা থেকে মুক্তি পাব? তাঁর উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের প্রতি আর্থিক সহায়তার আহ্বানও জানান তিনি। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন—এটা এক ধরনের নেশা। একে এক ধরনের মানসিক সমস্যা বলে তিনি মনে করেন। আব্দুর রহিম এলে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা দেখে প্রয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানোর আশ্বাসও দেন। 

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

কানায় কানায় পূর্ণ মাঠ, প্রস্তুত মঞ্চ, অপেক্ষা ‘সিলেটের জামাইয়ের’

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা