হোম > সারা দেশ > সিলেট

ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদ এবং ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (শাবিপ্রবি) বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিলেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

আজ সোমবার বেলা সাড়ে ৩টায় শাবিপ্রবির প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আখালিয়া গ্যাস স্টেশন গিয়ে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থী ছাড়াও সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ ও মদনমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের নানান স্লোগান দিতে দেখা যায়। 

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ও শাবিপ্রবির সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, ‘ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি পাঠ করিয়ে এই সরকার আন্দোলনকে দমানোর চেষ্টা করছে। বর্তমান আন্দোলন শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো সুযোগ নেই। আমাদের এতগুলো ভাইকে শহীদ, অত্যাচার ও গ্রেপ্তার করা হয়েছে। এ সকল অমানুষিক নির্যাতনের বিষয়গুলোর যতক্ষণ না পর্যন্ত সঠিক ফয়সালা হবে তত দিন এই স্বৈরাচার সরকারের কোনো ছলচাতুরি কাজে আসবে না।’

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত