হোম > সারা দেশ > সিলেট

ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদ এবং ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (শাবিপ্রবি) বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিলেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

আজ সোমবার বেলা সাড়ে ৩টায় শাবিপ্রবির প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আখালিয়া গ্যাস স্টেশন গিয়ে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থী ছাড়াও সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ ও মদনমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের নানান স্লোগান দিতে দেখা যায়। 

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ও শাবিপ্রবির সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, ‘ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি পাঠ করিয়ে এই সরকার আন্দোলনকে দমানোর চেষ্টা করছে। বর্তমান আন্দোলন শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো সুযোগ নেই। আমাদের এতগুলো ভাইকে শহীদ, অত্যাচার ও গ্রেপ্তার করা হয়েছে। এ সকল অমানুষিক নির্যাতনের বিষয়গুলোর যতক্ষণ না পর্যন্ত সঠিক ফয়সালা হবে তত দিন এই স্বৈরাচার সরকারের কোনো ছলচাতুরি কাজে আসবে না।’

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ