হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বাসা থেকে দুবাইপ্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে সুজিয়া বেগম সাজন (৩৩) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নিজের বসতঘরে তাঁর লাশ দেখতে পান পরিবারের লোকজন।

খবর পেয়ে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়াসহ পুলিশ সদস্যরা গিয়ে সুজিয়া বেগমের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

সুজিয়া বেগম উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রামের দুবাইপ্রবাসী মোখতার হোসেনের স্ত্রী এবং বিশ্বনাথ উপজেলার রশীদপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।

সুজিয়ার শ্বশুরবাড়ির স্বজনেরা জানান, আজ ভোরে একটি কক্ষে সুজিয়াকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁদের ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হয়ে পুলিশে খবর দেন। ঘটনার সময় বাড়িতে সুজিয়ার দেবর ও খালাশাশুড়ি ছাড়া আর কেউ ছিলেন না।

পাশের বাড়ির বাসিন্দা ও সুজিয়ার ননদের ছেলে আবদুল্লাহ জানান, ১০-১১ বছর আগে তাঁর প্রবাসী মামা মোখতার হোসেনের সঙ্গে সুজিয়া বেগমের বিয়ে হয়। কয়েক বছর পর এই দম্পতির একটি সন্তান জন্মের পর মারা যায়। এরপর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ধারণা, মানসিকভাবে অসুস্থ সুজিয়া বেগম নিজেই গলা কেটে আত্মহত্যা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, পরিবারের লোকজন সুজিয়া বেগমকে মানসিক ভারসাম্যহীন বললেও আসলে তিনি সুস্থ। গতকাল মঙ্গলবার সুজিয়া বেগম স্থানীয় গ্রামীণ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসেন। পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসতে পারে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘দুবাইপ্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে শুনেছি। তাই প্রাথমিকভাবে ধারণা করছি, ওই নারী নিজেই গলা কেটে আত্মহত্যা করেন। উভয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ নেই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২