হোম > সারা দেশ > সিলেট

সিলেট নগরীতে বসবে তিনটি পশুর হাট

প্রতিনিধি, সিলেট

করোনার উচ্চ সংক্রমণের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরীতে তিনটি পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এ জন্য ক্রেতা, বিক্রেতা ও ইজারাদারদের মানতে হবে ১২টি বিধি-নিষেধ। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, সিসিক নগরীতে আটটি হাট বসানোর অনুমতি চাইলেও সার্বিক বিষয় চিন্তা করে জেলা প্রশাসন তিনটি হাটের অনুমোদন দিয়েছেন। অনুমতি দেওয়া হাটগুলো হচ্ছে, দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনাল, নগরীর মাছিমপুর এলাকার কয়েদির মাঠ ও শাহী ঈদগাহ এলাকার কালাপাথর মাঠ।

বিধায়ক রায় বলেন, বুধবার বিকেলে অনুমোদন পাওয়ার পর পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সকল প্রক্রিয়া শেষ হতে দুই তিন দিন সময় লাগবে। এরপরই নির্ধারিত অনুমোদিত স্থানে বসবে কোরবানির পশুর হাট।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, হাটের ইজারাদার, ক্রেতা-বিক্রেতা সবাইকে সরকারি বিধিনিষেধ অবশ্যই মানতে হবে। এ জন্য সবগুলো হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। যেহেতু সিলেটে করোনার সংক্রমণ বাড়ছে। তাই হাটে আগতদের স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে হবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান