হোম > সারা দেশ > সিলেট

ইতালি থেকে সাজ্জাদের মরদেহ আসবে শনিবার

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে সাজ্জাদের মরদেহ আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছে। সাজ্জাদের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

সাজ্জাদের পরিবার জানায়, এরই মধ্যে সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে একাধিক মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রদূত ও কাউন্সেলর (শ্রমকল্যাণ) মো. এরফানুল হকসহ একটি প্রতিনিধিদল সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকায় সাজ্জাদকে পাঠানোর আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ করেছে। আগামী শনিবার নিহত সাজ্জাদের মরদেহ বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে। 

এ ব্যাপারে নিহত সাজ্জাদের চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। পাশাপাশি ইতালিতে বাংলাদেশ দূতাবাসেও কথা বলেছি। তাঁরা আমাদের জানিয়েছেন, মরদেহ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। 

জাহাঙ্গীর হোসেন আরও জানান, মারা যাওয়া বাংলাদেশিদের দেশে পাঠাতে দীর্ঘদিন ধরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।  

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছাকাছি তীব্র ঠান্ডার কারণে ২৮০ জন বহনকারী একটি নৌকায় সাজ্জাদসহ সাত বাংলাদেশি নিহত হন। 

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত