হোম > সারা দেশ > সিলেট

ইতালি থেকে সাজ্জাদের মরদেহ আসবে শনিবার

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে সাজ্জাদের মরদেহ আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছে। সাজ্জাদের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

সাজ্জাদের পরিবার জানায়, এরই মধ্যে সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে একাধিক মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রদূত ও কাউন্সেলর (শ্রমকল্যাণ) মো. এরফানুল হকসহ একটি প্রতিনিধিদল সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকায় সাজ্জাদকে পাঠানোর আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ করেছে। আগামী শনিবার নিহত সাজ্জাদের মরদেহ বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে। 

এ ব্যাপারে নিহত সাজ্জাদের চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। পাশাপাশি ইতালিতে বাংলাদেশ দূতাবাসেও কথা বলেছি। তাঁরা আমাদের জানিয়েছেন, মরদেহ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। 

জাহাঙ্গীর হোসেন আরও জানান, মারা যাওয়া বাংলাদেশিদের দেশে পাঠাতে দীর্ঘদিন ধরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।  

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছাকাছি তীব্র ঠান্ডার কারণে ২৮০ জন বহনকারী একটি নৌকায় সাজ্জাদসহ সাত বাংলাদেশি নিহত হন। 

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ