বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে মৌলভীবাজারের চারটি আসনের প্রার্থী ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন।
এর মধ্যে মৌলভীবাজার জেলার চারটি আসনে প্রার্থীরা হলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর) মো. আব্দুল মান্নান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) অ্যাডভোকেট মো. আব্দুর রব।