হোম > সারা দেশ > সিলেট

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন। আজ বুধবার দুপুর ১২টায় তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার শ্রীপুর চা-বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সুজিত নম বিশ্বাস (২২)। তিনি উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গুচ্ছ গ্রামের মৃত প্রজেস বিশ্বাসের ছেলে। তাঁর বিরুদ্ধে ১৮ জুন ২০২০ সালে নারী শিশু ধর্ষণ নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা হয়। 

পুলিশ জানায়, মামলা দায়ের হওয়ার পর থেকে আসামি সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যান। ভারতে তাঁর বোনের বাড়িতে আত্মগোপন করেন এবং তাঁর বোনের সহায়তায় রনি রায় নামে ভারতীয় নাগরিকত্ব তৈরি করেন (নাগরিকত্ব নম্বর কঔঞ ৯২৩৯১৮২)। অপরদিকে ভুক্তভোগী নারীর গর্ভে থাকা সন্তান ২৯ আগস্ট ২০২০ সালে জন্ম গ্রহণ করে। গতকাল মঙ্গলবার বিশেষ প্রয়োজনে শ্রীপুর চা-বাগান এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁর অবস্থান ও পরিচয় নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। 

জৈন্তাপুর মডেল থানা-পুলিশের ওসি গোলাম দস্তগীর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জৈন্তাপুরের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক আসামি ও নব্য ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। 

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত