হোম > সারা দেশ > সিলেট

সিলেট-ছাতক রেলওয়ের খাজাঞ্চি স্টেশনে ১ বছর ধরে ট্রেন চলাচল বন্ধ

প্রতিনিধি, বিশ্বনাথ (সিলেট) 

সিলেট-ছাতক রেলওয়ে সেকশনের খাজাঞ্চি স্টেশন পরিত্যক্ত হয়ে পড়েছে। গত ১ বছর ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এই স্টেশনে। দীর্ঘদিন যাবৎ খাজাঞ্চি স্টেশনটি রয়েছে তালাবদ্ধ। ২০২০ সালের মার্চ মাস থেকে সিলেট-ছাতক রেলওয়ে সেকশনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। 

এলাকাবাসীরা বলেন, সিলেট হতে ছাতক পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ রেলপথটি আনুমানিক ১৯৫৬ সালে নির্মাণ করা হয়। এই লাইন ১৯৮৬ সাল পর্যন্ত ট্রেন যাত্রীদের সেবায় একনিষ্ঠ ছিল। ট্রেনে প্রায় ৪৫ মিনিটে ছাতক হতে সিলেট পৌঁছতে পারতেন যাত্রীরা। সিলেট হতে ছাতক পৌঁছতে ট্রেন পথিমধ্যে স্টেশনে খাজাঞ্চি যাত্রাবিরতি করত। সে সময় একমাত্র মাধ্যমই ছিল ট্রেন। 

১৯৮৫ সাল থেকে ওই রেলপথে মন্দাভাব দেখা দেওয়ার পর থেকে নির্দিষ্ট সময়ে ট্রেন যাত্রা শুরু করে না, যার কারণে যাত্রীসাধারণ সময়মতো গন্তব্যে পৌঁছতে পারেন না। আর বর্তমানে ট্রেন চলাচল একেবারেই বন্ধ রয়েছে। স্টেশনের মূল্যবান মালামাল অযত্নে-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। খাজাঞ্চি স্টেশনের জরাজীর্ণ ভবনটি দৃশ্যমান দেখা গেলেও প্রায় ১৬ বছর পূর্বে স্টেশনের পুরো অস্তিত্বই বিলীন হয়ে যাওয়ার পথে। 

খাজাঞ্চি প্ল্যাটফর্ম ও অফিসের অবস্থা বর্তমানে খুবই জরাজীর্ণ। এখানে কোন স্টেশন মাস্টার নেই। তা ছাড়া কোন টিকিট কেনার ব্যবস্থাও নেই। তবে প্রতিদিন দুইবার ট্রেন চলাচল করলেও দীর্ঘদিন যাবৎ তালাবদ্ধ রয়েছে এই স্টেশনটি।

শিল্প নগরী ছাতক থেকে চুনা পাথর, সিমেন্ট, স্লিপার, বালু, বোল্ডার ও ভাঙা পাথর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এ রেলপথ দিয়ে। বর্তমানে এ লাইনটি বন্ধ আছে। 

খাজাঞ্চি এলাকার বাসিন্দা আমির উদ্দিন ও ফজলু মিয়া জানান, করোনার শুরুতে ২০২০ সালের মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে জনসাধারণের ভোগান্তি বেড়ে গেছে। বিশেষ করে এলাকার সবজি ব্যবসায়ীদের সবজি রপ্তানিতে চরম কষ্ট পোহাতে হচ্ছে। 

খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, দেশের অন্যান্য এলাকার মতো সিলেট-ছাতক রেলপথে দ্রুত ট্রেন চলাচল শুরু করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাই। 

সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, এটা আমার কোনো ব্যাপার নয়। এটা সরকারি সিদ্ধান্তে বন্ধ হয়েছে। এটা রেলওয়ে কর্তৃপক্ষের ব্যাপার। 

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

কানায় কানায় পূর্ণ মাঠ, প্রস্তুত মঞ্চ, অপেক্ষা ‘সিলেটের জামাইয়ের’

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি