হবিগঞ্জে ক্যারম খেলায় বিড়ির ধোঁয়া অন্যের মুখের সামনে ছাড়া নিয়ে সংঘর্ষে সাত পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুই পক্ষের সংঘর্ষ ক্রমেই বড় আকার ধারণ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাতে সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই যুবক ক্যারম খেলছিলেন। এ সময় বিড়ির ধোঁয়া একজনের মুখের সামনে ছাড়া নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই গ্রামে ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে পুলিশের সাত সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।