হোম > সারা দেশ > হবিগঞ্জ

‘বিড়ির ধোঁয়া’ নিয়ে তুমুল সংঘর্ষ: টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ, পুলিশসহ আহত বহু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ক্যারম খেলায় বিড়ির ধোঁয়া অন্যের মুখের সামনে ছাড়া নিয়ে সংঘর্ষে সাত পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুই পক্ষের সংঘর্ষ ক্রমেই বড় আকার ধারণ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাতে সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই যুবক ক্যারম খেলছিলেন। এ সময় বিড়ির ধোঁয়া একজনের মুখের সামনে ছাড়া নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই গ্রামে ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে পুলিশের সাত সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের সাত সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ সময় পুলিশ চার রাউন্ড টিয়ারশেল ও ২১ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট