হবিগঞ্জের চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ বস্তা চালসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার শাকির মোহাম্মদপুর মধ্য বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল মিয়া (২৬) উপজেলার পাইকুড়া গ্রামের লাল মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সোমবার রাতে উপজেলার শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদপুর মধ্য বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মা-বাবার দোয়া ভ্যারাইটিজ স্টোরে পাচারের জন্য রাখা ২৯ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। এ সময় দোকানমালিক জুয়েল মিয়াকে আটক করা হয়।