গোলাপগঞ্জে আয়েশা সিদ্দিকা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গোটারগাও থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, নিহত আয়েশা সিদ্দিকা উপজেলার শেখপুর গোটারগাও গ্রামের আব্দুল আহাদের মেয়ে এবং মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে আয়েশাকে বাড়িতে রেখে বাজারে যান আয়েশার মা। বিকেল ৩টার দিকে বাড়ি ফিরে মেয়েকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে থানা-পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে রাতে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গোলাপগঞ্জ মডেল থানার এস আই পার্থ সারথী দাস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে কি কারণে আত্মহত্যা করতে পারে তা এখনো জানা যায়নি।