হোম > সারা দেশ > সিলেট

শ্যালককে ফোনে স্ত্রীর মৃত্যুর সংবাদ জানিয়ে পালালেন স্বামী 

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের তৈমুর নগর এলাকার শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীসহ শ্বশুর-শাশুড়ি পলাতক আছেন। 

নিহত গৃহবধূর নাম তানজিনা আক্তার (২২)। তিনি ওই ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকার নোয়াব আলীর মেয়ে ও তৈমুর নগর গ্রামের মো. মাসুক মিয়ার স্ত্রী। এই দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে। 

নিহতের ভাই ইসমাইল আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে আমার বোনের মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল। আজ বুধবার ভোর সাড়ে ৫টায় আমার বোনজামাই আমাকে ফোন দিয়ে বলে যে তোমার বোন মারা গেছে। তাকে নিতে আসো। পরে আমরা পুলিশ নিয়ে সেখানে গিয়ে দেখি তারা কেউই বাড়িতে নেই। তখন ঘরের দরজা ভাঙা অবস্থায় দেখি। রান্নাঘরের লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। বিষয়টি মোবাইল ফোনে আমার বোন জানিয়েছিল।’ 

তিনি আরও বলেন, ‘এর আগে তার স্বামীর বিরুদ্ধে আমরা নারী নির্যাতন মামলা করি। সে মামলায় দেড় মাস জেল খেটেছে। আমার বোনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’ 

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, ‘লাশ ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। আমরা মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত