সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালককে আটক করেছে পুলিশ। আজ ভোরে নগরের শাহপরান (রহ.) থানাধীন সুরমা গেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক ট্রাকচালক মো. আলমগীর (৫৮) চাঁদপুরের শাহারাস্তির শশ্বাক বাজারের পাড়ানগরের মৃত গাজী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানাধীন সুরমা গেট বাইপাস এলাকায় পুলিশের স্থাপিত চেকপোস্টে একটি হলুদ রংয়ের ট্রাক সিগন্যাল দিয়ে থামানো হয়। তখন ট্রাকের চালক জিজ্ঞাসাবাদে জানান, ট্রাকের ভেতরে ভারতীয় চিনি রয়েছে। পরে ট্রাকটি তল্লাশি করে ৪০০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যেখানে ১৯ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি ছিল, যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা। এ সময় ট্রাকটি জব্দ করা হয়।