হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নাশকতার দুই মামলায় আসামি ১৪০, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৮ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোলাপগঞ্জে ১৪০ জনকে আসামি করে দুটি নাশকতার মামলা করেছে থানা-পুলিশ। ওই দুই মামলায় এরই মধ্যে এক ইউপি সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলা দুটির তদন্ত কর্মকর্তা ও গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক এখলাছুর রহমান ও উপপরিদর্শক পার্থ সারথী দাশ।

পুলিশ জানায়, গোলাপগঞ্জ থানার একটি মামলায় ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর মামলায় ১৪ জনের নাম উল্লেখ ও ৫০-৬০ জনকে আসামি করা হয়। এ মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে বুধবার দুপুর পর্যন্ত দুই মামলায় পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ফুলবাড়ী মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোল্লা গ্রামের মৃত নুর বক্সের ছেলে মুজিবুর রহমান দুলাল (৪২), একই ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মতছির আলীর ছেলে আব্দুস শহিদ (৩২), একই ইউনিয়নের মোল্লা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে শাহ আলম (২৪), রফিপুর নয়া মসজিদ গ্রামের ফখরুল ইসলামের ছেলে ছানি আহমদ (২৪), হেতিমগঞ্জ গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে নাঈম আহমদ (২৩), পৌর এলাকার ঘোষগাঁও উত্তর গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে তাজুল ইসলাম তাজ (৪৫), শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে সুহেল রেজা (৩২) ও অপর মামলায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম রায়গড় বটরপাড়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে এমরান আহমদ (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, হরতাল এবং অবরোধকে কেন্দ্র করে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে ও ঢাকা দক্ষিণ ইউনিয়নের বাইপাস এলাকায় নাশকতা সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোলাপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়। দুই মামলায় ২০ জনের নামোল্লেখ ও ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এদিকে, ওই দুই মামলায় ১২০ জন অজ্ঞাত আসামি থাকায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। হরতাল এবং অবরোধে মাঠে তাঁদের উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে না।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা