হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে সাবেক দুই এমপিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিমন মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খানসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার আহত রিমন মিয়ার মা মরম চাঁন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক ফখরুল ইসলাম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ দিয়েছেন। 

আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ‘গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে আমার ছেলে অংশ নেয়। মিছিলটি হবিগঞ্জ সদর মডেল থানার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসামি আবু জাহির, আব্দুল মজিদ খান ও সামছু চেয়ারম্যানের নেতৃত্বে অন্য আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে আক্রমণ করে। এ সময় ছাত্র-জনতা ছোটাছুটি করতে থাকলে আমার ছেলে নিজেকে বাঁচানোর জন্য সার্কিট হাউসের সামনের রাস্তা দিয়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়। এতে তার চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।’
 
মামলায় অন্যান্য আসামির মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক (৬৫), জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী (৪৮), জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন (৩২) প্রমুখ।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট