হোম > সারা দেশ > হবিগঞ্জ

রাস্তা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামগঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি গুরুতর আহতরা হলেন মিয়াধন মিয়া (৩৫), মোতাহের হোসেন (২৬), রুবেল মিয়া (১৮), আব্দুল্লাহ (৩২), দাইমুদ্দীন (৫৫), ওয়াহদুজ্জামান (৩০), মনুরা বেগম (৪০)। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় শাহিদ মিয়াকে (৩৫) সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বাড়িতে যাতায়াতের একটি রাস্তা নিয়ে ওই গ্রামের মিজানুর রহমান এবং একই গ্রামের ওয়াহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

কানায় কানায় পূর্ণ মাঠ, প্রস্তুত মঞ্চ, অপেক্ষা ‘সিলেটের জামাইয়ের’

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা