হোম > সারা দেশ > হবিগঞ্জ

‘রিমেম্বার দ্য হিরোস’: হবিগঞ্জে মিছিল নিয়ে শিক্ষার্থীদের টাউন হলে অবস্থান

হবিগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দেশের ন্যায় হবিগঞ্জেও ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা শহরের টাউন হলের সামনে স্টুডেন্ট অব হবিগঞ্জ ব্যানারে অবস্থান নেন। এ সময় গণহত্যার পর গণগ্রেপ্তার করা হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। এ ছাড়া তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শনী করেন। 

দুপুর ১২টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী টাউন হলের সামনে অবস্থান নেন। সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে শহরের প্রধান সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করা হয়। 

এরপর পুরো শহরে মিছিল করেন শিক্ষার্থীরা। তবে পুলিশ ও বিজিবি জড়ো হওয়া শিক্ষার্থীদের থেকে বেশ খানিকটা দূরে অবস্থানে ছিলেন। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের, দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সুষ্ঠু বিচারের দাবিতে কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।  

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট