হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে শিশুকে ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে শিশু (১০) ধর্ষণের মামলায় মো. আলাউদ্দিন (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার বৃদ্ধ দক্ষিণ সুরমা উপজেলার সিলাম মাজপাড়া (এসএমপি) এলাকার জোয়াদ উল্লাহর ছেলে। তিনি উপজেলার লালাখাল বটতলা বাজারে দীর্ঘ ১০ বছর ধরে ব্যবসা করছিলেন। 

ভিকটিম ওই শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ধর্ষক আলাউদ্দিনকে আসামি করে মামলা করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টায় তৃতীয় শ্রেণির ছাত্রী দেশলাই কিনতে আলাউদ্দিনের দোকানে যায়। এ সময় আলাউদ্দিন কৌশলে শিশুটিকে তাঁর দোকানের পেছনে শয়নকক্ষে নিয়ে শাটার বন্ধ করে দেন। শিশুটি চিৎকার করলে তাকে মুখ চেপে ধরে। শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে বটতলা বাজারের আশপাশে মানুষ ছুটে আসে। শাটার ভেঙে শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে শিশুর মা, বাবা ও স্থানীয় জনপ্রতিনিধি মিলে আলাউদ্দিনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আলাউদ্দিনকে আটক করে ও ভুক্তভোগী শিশুকে থানায় নিয়ে যায়। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন ধর্ষণের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। ভুক্তভোগী শিশুকে দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

 

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম