হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি, বের হলো ১৫টি কলম

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি

মানুষের পেটের ভেতর ডজনেরও বেশি কলম! এন্ডোস্কপির মাধ্যমে বের করে আনা হলো সেগুলো। রোগী এখন সুস্থ। এই কঠিন কাজটি করেছে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক রোগী। কলম খেয়ে ফেলেছিলেন।

শনিবার (২৭ মে) রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম। 

ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘গত ১৬ মে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে আসেন বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মোতালেব (৩৫)। তিনি মানসিক রোগী। পরে তাঁর পেট পরীক্ষা করে দেখা যায় ভেতরে অনেকগুলো কলম। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

গত ২৫ মে কোনো অপারেশন না করে এন্ডোস্কপির মাধ্যমে একে একে পেট থেকে বের করে আনা হয় ১৫টি কলম!’ 

ডা. জাহিদ আরও বলেন, ‘আব্দুল মোতালেব মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময় খাদ্য ভেবে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কলম খেয়ে ফেলেছিলেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে সুস্থ আছেন। তাঁকে মানসিক চিকিৎসা দেওয়া হবে।’

আরও খবর পড়ুন:

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩