হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি  

দণ্ডপ্রাপ্ত সাংবাদিক আব্দুস সামাদ সায়েম। ছবি: সংগৃহীত

চেক জালিয়াতির মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ২ জুলাই সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ-৩-এর বিচারক মিশকাত শুকরানা এই কারাদণ্ড প্রদান করেন।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আব্দুস সামাদ সায়েম পলাতক ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুস সামাদ সায়েম সিরাজগঞ্জের রেলওয়ে কলোনির চাঁদ মিয়া মুন্সির ছেলে ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার দোগাছি গ্রামের সুরুত জামান তালুকদারের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স তালুকদার ট্রেডার্স এন্টারপ্রাইজ থেকে এক্সকাভেটর ভাড়া নেন আব্দুস সামাদ সায়েম। ভাড়ার পাওনা টাকার জন্য সায়েম ৫ লাখ টাকার চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে চেকের সমপরিমাণ টাকা না থাকায় চেকটি ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

পরে ২০২৩ সালের ৯ মার্চ আব্দুস সামাদ সায়েমকে লিগ্যাল নোটিশ পাঠান সুরুত জামান তালুকদার। একই বছরের ১৬ এপ্রিল আব্দুস সামাদ সায়েমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

আরও খবর পড়ুন:

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা

স্ত্রী হত্যার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার

সরকারি চাল কালোবাজারি, আটকের পর টাকার বিনিময়ে ছাড়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

সিরাজগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার