রংপুরের তারাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী নৈশকোচ খাদে পড়ে গেছে। এতে পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বরাতি সেতুর বালাপাড়া-বরাতি মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী থ্রি স্টার পরিবহন নামের যাত্রীবাহী বাসটি রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে বরাতি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশের একটি গাছে লেগে নিচে পড়ে যায়। এতে ওই বাসে থাকা যাত্রীরা আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ গন্তব্যে যান যাত্রীরা। এ ঘটনার পর গাড়ির চালক ও সুপারভাইজার পালিয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান বলেন, সড়ক দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পাঁচজন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে কাজ চলছে।