গাইবান্ধায় অস্ত্র, গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকার আসাদুজ্জামান হিরু (৫৫), একই এলাকার খোকা মিয়া (৬০) ও দারিয়াপুর এলাকার মোজাম্মেল হক (৫২)।
আজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল হক ও খোকা মিয়া মূল আসামি আসাদুজ্জামান হিরুর সহযোগী বলে জানতে পেরেছি। এর মধ্যে আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে চুরি, চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।’