হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের ৩ কলেজের পাস করেনি কেউ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের ৩টি কলেজের কেউ পাস করেনি। এই শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো-বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জনতা স্কুল অ্যান্ড কলেজ, সদর উপজেলা কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ ও পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ। 

আজ রোববার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত এইচএসসি পরীক্ষার শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এ তথ্য জানানো হয়। 

জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, শূন্য পাস কলেজগুলোর মধ্যে পীরগঞ্জ আদর্শ কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করতে পারেনি। এ ছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জনতা স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন ও ঠাকুরগাঁও সদরের কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন পরীক্ষা দিয়ে কেউই পাস করতে পারেনি।  

জেলা শিক্ষাকর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, তিনটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। বিষয়টি খুবই দুঃখজনক। প্রতিষ্ঠানটির গাফিলতি ও দায়িত্ব অবহেলার কারণে এমন হয়েছে কি না কারণ খুঁজে দেখা হবে। 

জানা যায়, চলতি বছর এইচএসসিতে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ঠাকুরগাঁওয়ের ৯ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৬ হাজার ৯৪৬ জন। জিপি এ ফাইভ পেয়েছে ৩৫৭ জন। পাসের হার ৭১ দশমিক শূন্য ৬৫ শতাংশ।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ