হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের ৩ কলেজের পাস করেনি কেউ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের ৩টি কলেজের কেউ পাস করেনি। এই শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো-বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জনতা স্কুল অ্যান্ড কলেজ, সদর উপজেলা কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ ও পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ। 

আজ রোববার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত এইচএসসি পরীক্ষার শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এ তথ্য জানানো হয়। 

জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, শূন্য পাস কলেজগুলোর মধ্যে পীরগঞ্জ আদর্শ কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করতে পারেনি। এ ছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জনতা স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন ও ঠাকুরগাঁও সদরের কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন পরীক্ষা দিয়ে কেউই পাস করতে পারেনি।  

জেলা শিক্ষাকর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, তিনটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। বিষয়টি খুবই দুঃখজনক। প্রতিষ্ঠানটির গাফিলতি ও দায়িত্ব অবহেলার কারণে এমন হয়েছে কি না কারণ খুঁজে দেখা হবে। 

জানা যায়, চলতি বছর এইচএসসিতে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ঠাকুরগাঁওয়ের ৯ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৬ হাজার ৯৪৬ জন। জিপি এ ফাইভ পেয়েছে ৩৫৭ জন। পাসের হার ৭১ দশমিক শূন্য ৬৫ শতাংশ।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ