রংপুর বিভাগের আট জেলায় গত কয়েক দিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৪১ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৮০ জন। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে লালমনিরহাটে তিনজন, দিনাজপুরে দুজন ও নীলফামারীতে একজন রয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১২ জনে।
শনাক্তদের মধ্যে রংপুরে ১১৬ জন, পঞ্চগড়ে ৫৪ জন, নীলফামারীতে ৮৯ জন, লালমনিরহাটে ২২ জন, কুড়িগ্রামে ৪২ জন, ঠাকুরগাঁওয়ে ১৪৮ জন, দিনাজপুরে ২২৬ জন, গাইবান্ধায় ৪৭ জন রয়েছেন।
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের আট জেলায় ২ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়।
এর আগে বুধবারে বিভাগে ১৪ জনের মৃত্যু এবং ৫৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৯ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ হাজার ৮৫৭ জন শনাক্ত হয়েছেন।