হোম > সারা দেশ > দিনাজপুর

চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে কোচিং সেন্টারে ঢুকে গেল ট্রাক্টর, ৪ জন গুরুতর আহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরের খুনিয়াদীঘি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর রাস্তার পাশের একটি কোচিং সেন্টারে ঢুকে পড়ে। এতে কোচিং সেন্টারের বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার সকাল ৯টায় এ দুঘর্টনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে রেখেছে। 

প্রত্যক্ষদর্শী রাকিব জানান, চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর দিনাজপুরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুনিয়াদীঘি মোড়ে রাস্তার ধারে টিনের তৈরি রেনেসা কোচিং সেন্টারে ঢুকে পড়ে। এ সময় কোচিং সেন্টারে অবস্থানরত বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ট্রাক্টরের চালক-সহকারীও আহত হন। গুরুতর আহত তিন শিক্ষার্থী ও চালককে তাৎক্ষণিকভাবে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন—ওই কোচিংয়ের শিক্ষার্থী নাঈম (১৪), শাকিল (১৪) ও ফুয়াদ (১৪)। তারা সবাই চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের বাসিন্দা। আর ট্রাক্টরচালক সুদন (৪০) একই উপজেলার ছোট বাউল এলাকার বাসিন্দা।

এ বিষয়ে আহত নাঈম ও শাকিলের চাচাতো ভাই মামুনুর রশীদ জানান, তিনি খুনিয়াদীঘি মোড়ে দোকানে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে বের হয়ে দেখেন ট্রাক্টর উল্টে কোচিংয়ে ঢুকে পড়েছে। দ্রুত একটি গাড়ি ভাড়া করে আহতদের হাসপাতালে নিয়ে যান। এ সময় আহতদের মধ্যে দুজন সংজ্ঞাহীন অবস্থায় ছিল। একজনের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। আরেকজনের চোখে আঘাত লেগেছে। আহত চালককে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ বলেন, ‘ঘটনাস্থলে উপস্থিত থেকে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।’

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন