হোম > সারা দেশ > দিনাজপুর

চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে কোচিং সেন্টারে ঢুকে গেল ট্রাক্টর, ৪ জন গুরুতর আহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরের খুনিয়াদীঘি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর রাস্তার পাশের একটি কোচিং সেন্টারে ঢুকে পড়ে। এতে কোচিং সেন্টারের বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার সকাল ৯টায় এ দুঘর্টনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে রেখেছে। 

প্রত্যক্ষদর্শী রাকিব জানান, চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর দিনাজপুরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুনিয়াদীঘি মোড়ে রাস্তার ধারে টিনের তৈরি রেনেসা কোচিং সেন্টারে ঢুকে পড়ে। এ সময় কোচিং সেন্টারে অবস্থানরত বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ট্রাক্টরের চালক-সহকারীও আহত হন। গুরুতর আহত তিন শিক্ষার্থী ও চালককে তাৎক্ষণিকভাবে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন—ওই কোচিংয়ের শিক্ষার্থী নাঈম (১৪), শাকিল (১৪) ও ফুয়াদ (১৪)। তারা সবাই চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের বাসিন্দা। আর ট্রাক্টরচালক সুদন (৪০) একই উপজেলার ছোট বাউল এলাকার বাসিন্দা।

এ বিষয়ে আহত নাঈম ও শাকিলের চাচাতো ভাই মামুনুর রশীদ জানান, তিনি খুনিয়াদীঘি মোড়ে দোকানে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে বের হয়ে দেখেন ট্রাক্টর উল্টে কোচিংয়ে ঢুকে পড়েছে। দ্রুত একটি গাড়ি ভাড়া করে আহতদের হাসপাতালে নিয়ে যান। এ সময় আহতদের মধ্যে দুজন সংজ্ঞাহীন অবস্থায় ছিল। একজনের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। আরেকজনের চোখে আঘাত লেগেছে। আহত চালককে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ বলেন, ‘ঘটনাস্থলে উপস্থিত থেকে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু