হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম) 

কুড়িগ্রাম রৌমারী উপজেলায় এক মানসিক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে রাস্তা থেকে ধরে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার সকালে ওই কিশোরীর বাবা বাদী হয়ে রৌমারী থানায় লিখিত অভিযোগ করেন। এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম সদা মোল্লা (৪৪)। তিনি একই গ্রামের মৃত তুরু মোল্লার ছেলে। 

থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে রাতের খাওয়া শেষে শোয়ার জন্য তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিল ওই প্রতিবন্ধী কিশোরী। এ সময় রাস্তা থেকে তাঁকে ডেকে নিজ ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন সদা মোল্লা। পরে ওই কিশোরী তার মাসহ গ্রামের অনেককে ঘটনা জানান। 

ভুক্তভোগীর বাবা আজকের পত্রিকাকে বলেন, `মেয়ের কাছে ঘটনা জানার পর গ্রামের দেওয়ানীদের কাছে বিচার চাই। কিন্তু আমরা গরিব বলেন আমদের কথা কেউ কানে নেয় নাই। পরে সোমবার সকালে রৌমারী থানায় লিখিত অভিযোগ করেছি।' 

এ ব্যাপারে রৌমারী থানার তদন্ত কর্মকর্তা এম আর ছাঈদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় সোমবার সকালে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ