হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম) 

কুড়িগ্রাম রৌমারী উপজেলায় এক মানসিক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে রাস্তা থেকে ধরে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার সকালে ওই কিশোরীর বাবা বাদী হয়ে রৌমারী থানায় লিখিত অভিযোগ করেন। এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম সদা মোল্লা (৪৪)। তিনি একই গ্রামের মৃত তুরু মোল্লার ছেলে। 

থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে রাতের খাওয়া শেষে শোয়ার জন্য তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিল ওই প্রতিবন্ধী কিশোরী। এ সময় রাস্তা থেকে তাঁকে ডেকে নিজ ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন সদা মোল্লা। পরে ওই কিশোরী তার মাসহ গ্রামের অনেককে ঘটনা জানান। 

ভুক্তভোগীর বাবা আজকের পত্রিকাকে বলেন, `মেয়ের কাছে ঘটনা জানার পর গ্রামের দেওয়ানীদের কাছে বিচার চাই। কিন্তু আমরা গরিব বলেন আমদের কথা কেউ কানে নেয় নাই। পরে সোমবার সকালে রৌমারী থানায় লিখিত অভিযোগ করেছি।' 

এ ব্যাপারে রৌমারী থানার তদন্ত কর্মকর্তা এম আর ছাঈদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় সোমবার সকালে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ