হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে ব্রিজের মধ্যখানে গর্ত, ঝুঁকিতে যান চলাচল

প্রতিনিধি


দিনাজপুর: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর ওপর নির্মিত ভাতগাঁও ব্রিজে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ঝুঁকিতে পড়েছে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে চলাচলকারী অসংখ্য যানবাহন।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, ব্রিজটির পশ্চিম অংশে একটি বড় ফাটল দেখা যায়। এ অবস্থায় পঞ্চগড় থেকে পাথরবোঝাই ১০ চাকার ভারী ট্রাকসহ সব ধরনের যান চলাচল অব্যাহত রয়েছে। এর ফলে ব্রিজে ফাটলটি আরও বড় গর্তের সৃষ্টি হয়ে রড বের হয়ে এসেছে।

এ অবস্থায় দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ খবর পেয়ে ব্রিজের ফাটল ধরা স্থানে লাল পতাকা লাগিয়েছে।

এ পথে নিয়মিত চলাচলকারী ট্রাকচালক শরিফুল ইসলাম বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন দিন-রাত ট্রাকসহ অসংখ্য গাড়ি যাতায়াত করে। কিন্তু এই ব্রিজটির মাঝে গর্ত দেখা দেওয়ায় আমাদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রিজটি তাড়াতাড়ি মেরামত না করলে এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে। তাতে করে আমরা অনেক সমস্যায় পড়ব।’

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ব্রিজটির ওপর বেইলি ব্রিজ সেট করে ফাটল স্থান মেরামতের কাজ শুরু হয়েছে। ব্রিজটির বয়স প্রায় ৬০ বছর। পুরোনো হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। ব্রিজটির এক পাশ দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকিপূর্ণ নয় বলে জানান তিনি।

 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ