হোম > সারা দেশ > দিনাজপুর

কাউন্সিলরের বিরুদ্ধে রেলওয়ে মসজিদের জমি দখলের অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কাউন্সিলর বিরুদ্ধে রেলস্টেশন জামে মসজিদের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন মসজিদ কমিটির সদস্যসহ স্থানীয় গ্রামবাসী। 

আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। সেই সঙ্গে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজি মোস্তাফিজুর রহমান লাইজু ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, মসজিদের দখলে থাকা জায়গা গতকাল শনিবার দুপুরে কাউন্সিলর হাসানুরসহ তাঁর লোকজন দখল করতে আসেন। এ সময় মসজিদ কমিটির সদস্যসহ গ্রামবাসী বাধা দিতে গেলে তাঁদের লাঞ্ছিত করা হয়। 

তবে কাউন্সিলর হাসানুর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মসজিদ কমিটির লোকজন স্থানীয় একজনের দোকান ভেঙে দিচ্ছিলেন। আমি বাধা দিতে গেলে তাঁরা আমার ওপর হামলা করে লাঞ্ছিত করেন। আমি কোনো অন্যায় করিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’ 

এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, কাউন্সিলর হাসানুর রহমান তাঁর নিজের জন্য জায়গা দখল করতে যায়নি। ওই জায়গায় একজনের দোকান ছিল। তাঁর পক্ষে কথা বলতে গিয়ে মসজিদ কমিটির সঙ্গে এ বিরোধের সৃষ্টি হয়েছে। বিষয়টি উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আপস করে দেওয়া হবে। 

ইউএনও মীর মো. কামাহ তমাল জানান, মসজিদ কমিটি লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ