হোম > সারা দেশ > দিনাজপুর

কাউন্সিলরের বিরুদ্ধে রেলওয়ে মসজিদের জমি দখলের অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কাউন্সিলর বিরুদ্ধে রেলস্টেশন জামে মসজিদের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন মসজিদ কমিটির সদস্যসহ স্থানীয় গ্রামবাসী। 

আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। সেই সঙ্গে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজি মোস্তাফিজুর রহমান লাইজু ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, মসজিদের দখলে থাকা জায়গা গতকাল শনিবার দুপুরে কাউন্সিলর হাসানুরসহ তাঁর লোকজন দখল করতে আসেন। এ সময় মসজিদ কমিটির সদস্যসহ গ্রামবাসী বাধা দিতে গেলে তাঁদের লাঞ্ছিত করা হয়। 

তবে কাউন্সিলর হাসানুর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মসজিদ কমিটির লোকজন স্থানীয় একজনের দোকান ভেঙে দিচ্ছিলেন। আমি বাধা দিতে গেলে তাঁরা আমার ওপর হামলা করে লাঞ্ছিত করেন। আমি কোনো অন্যায় করিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’ 

এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, কাউন্সিলর হাসানুর রহমান তাঁর নিজের জন্য জায়গা দখল করতে যায়নি। ওই জায়গায় একজনের দোকান ছিল। তাঁর পক্ষে কথা বলতে গিয়ে মসজিদ কমিটির সঙ্গে এ বিরোধের সৃষ্টি হয়েছে। বিষয়টি উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আপস করে দেওয়া হবে। 

ইউএনও মীর মো. কামাহ তমাল জানান, মসজিদ কমিটি লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ