হোম > সারা দেশ > দিনাজপুর

৩ মাসেও নবম শ্রেণির সব বই পায়নি খানসামার ৩৮৫০ শিক্ষার্থী

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) 

সারা দেশে নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করার কথা থাকলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে দিনাজপুরের খানসামা উপজেলায়। অন্য শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পেলেও এখনো সব পাঠ্যবই পায়নি শ্রেণির ৩ হাজার ৮৫০ জন শিক্ষার্থী। এতে শিক্ষার্থীদের নতুন কারিকুলামে পাঠদান বিঘ্নিত হচ্ছে; ফলে উদ্বিগ্ন অভিভাবকেরা। 

খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের জন্য উপজেলার ৬৬টি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও বেসরকারি প্রতিষ্ঠানের নবম শ্রেণির ৩ হাজার ৮৫০ জন শিক্ষার্থীর জন্য পাঠ্যবইয়ের চাহিদা পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত গণিত বিষয়ে ৩ হাজার ৫০ টি, বিজ্ঞান (অনুশীলন) বিষয়ে ২ হাজার ৪৫০টি, শিল্প ও সংস্কৃতি ৩ হাজারটি, স্বাস্থ্য ও সুরক্ষা ১ হাজার ৯০০টি, জীবন ও জীবিকা ২ হাজার ১২০টি বই পেয়েছে শিক্ষা বিভাগ। এ ছাড়া ইসলাম শিক্ষা ২ হাজার ৪২৫টি বইয়ের চাহিদার বিপরীতে ১ হাজার ২৫৫টি বই পেয়েছে। 

অন্যদিকে বাংলা, ইংরেজি, বিজ্ঞান (অনুসন্ধানী পাঠ), ডিজিটাল প্রযুক্তি, ইতিহাস ও সমাজবিজ্ঞানের কোনো বই আসেনি বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা বিভাগ। এ ছাড়া ইসলাম ধর্ম, হিন্দুধর্ম শিক্ষা ও খ্রিষ্টধর্ম শিক্ষার বই কিছু কিছু শিক্ষার্থী পেয়েছে। 

এদিকে চলতি মাসের ২৫ তারিখ থেকে বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হবে। ফলে বন্ধের আগে বই না পৌঁছালে বছরের চার মাসই বইহীন থাকতে হবে শিক্ষার্থীদের।

হোসেনপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুশান্ত রায় বলে, ‘১১টি বিষয়ের মধ্যে মাত্র ৬টি বিষয়ে বই পেয়েছি। বাংলা, ইংরেজিসহ ৫ বিষয়ে বই না পাওয়ায় এসব বিষয়ের ক্লাস থেকে আমরা বঞ্চিত হচ্ছি।’ 

নির্ধারিত সময়ে পাঠ্যবই না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মাহবুব ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘প্রায় তিন মাস চলে যাচ্ছে, আবার এই বছর নতুন কারিকুলাম। তাই সঠিক সময়ে পাঠ্যবই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছি। কেননা, নবম শ্রেণির শিক্ষার্থীরা এক বছর পরেই দশম শ্রেণিতে উত্তীর্ণ হবে এবং এসএসসি পরীক্ষা দেবে।’ 

হোসেনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, তিন মাসেও শিক্ষার্থীরা পাঠ্যবই না পাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। এতে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করা কষ্টসাধ্য হয়ে যাবে। 

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ‘সরবরাহকারী প্রতিষ্ঠান সঠিক সময়ে বই সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে পাঠ্যবই হাতে পাওয়া যাবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, পাঠদান ব্যাহত হোক, এটা মোটেও কাম্য নয়। দ্রুত সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার