হোম > সারা দেশ > দিনাজপুর

বিএনপি-জামায়াতের আমলে কৃষকেরা সারের জন্য গুলি খেয়েছেন: হুইপ ইকবালুর

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বিএনপি-জামায়াতের আমলে কৃষকেরা সার-বীজের জন্য গুলি খেয়ে মরেছেন। তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি-জামায়াতের লোকজন কৃষকদের ভয় দেখিয়ে ও কৃষককে গুলি করে মেরে ফেলে ধান-চাল লুট করে নিয়েছেন। নিজেদের গোডাউন ভর্তি করেছেন। কৃষকেরা শান্তিতে ছিলেন না। এক সময় বিএনপি-জামায়াতের গুলির ভয়ে কৃষি কাজে বের হতেন না কৃষকেরা।’ 

হুইপ আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কৃষকের ঘরে ঘরে সার-বীজ ঘোরে। দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করে শেখ হাসিনার সরকার। কৃষকেরা এখন বাড়ি থেকে বের হয়ে কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন। বঙ্গবন্ধু কন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন।’ 

আজ শনিবার দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর এসব কথা বলেন। স্মার্ট কার্ডের মাধ্যমে পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এ বি ব্যাংক লিমিটেডের সহযোগিতায় স্বল্প সুদে ৫০ কোটি টাকার ওই কৃষিঋণ বিতরণ করা হয়। 

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের উপসচিব মোরারজী দেশাই, অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তহিদুল হক সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম প্রমুখ।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ