হোম > সারা দেশ > দিনাজপুর

সন্তান অসুস্থ শুনে বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় রাজস্ব কর্মকর্তার মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সন্তানের অসুস্থতার খবর শুনে বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহাদৎ হোসেন (৪০) নামের এক রাজস্ব কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুল ইসলাম (৫৫) নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহি হরিদাশ চন্দ্র (৩৯) আহত হয়েছেন। 

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্তানের অসুস্থতার খবর শুনে শাহাদৎ হোসেন অফিস শেষে মোটরসাইকেলে সৈয়দপুরে পরিবারের কাছে যাচ্ছিলেন। এ সময় ফুলবাড়ী রেলক্রসিং এলাকায় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে মধ্যপাড়া থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। 

নিহত শাহাদাৎ হোসেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাদিহাট গ্রামের আলহাজ্ সুলতান আলীর ছেলে। 

ওসি আরও বলেন, মোটরসাইকেলে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম ও সিপাহি হরিদাশও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 

এ ঘটনায় ট্রাকচালক রাজুকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। পাথরবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ