দিনাজপুরের ফুলবাড়ীতে নদীতে গোসল করতে নেমে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড়ে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম হাসমত হাসু (১২)। পৌর এলাকার সুজাপুর গ্রামের হোটেল শ্রমিক আইনুল হোসেনের ছেলে সে। তাঁর চার সন্তানের মধ্যে সবার ছোট হাসু। সে সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
হাসমত হাসুর ভাবি শিরিন আক্তার জানান, ঘাটপাড় এলাকায় তাঁদের নতুন বাড়ি করা হয়েছে। স্কুল বন্ধ থাকায় হাসু নতুন বাড়িতে আসে। আজ দুপুর ১২টার দিকে সময়বয়সীদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় গোসল করতে নামে।
সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহের সুরতহাল করা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।