হোম > সারা দেশ > রংপুর

বিজিবির প্রতিবাদে বন্ধ হলো হিলি সীমান্তে বিএসএফের কাঁটাতার নির্মাণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্তে আন্তর্জাতিক রীতি অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতার নির্মাণের চেষ্টা করলে তাদের বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দুই বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে নির্মাণকাজ স্থগিত করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২২ নম্বর সাব পিলারসংলগ্ন ফকিরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সাইদুল ইসলাম। 

বিজিবি বলছে, মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের ভারতীয় অংশে কাঁটাতার দেওয়ার জন্য পিলার স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। কিন্তু সীমান্তের আন্তর্জাতিক রীতি অনুযায়ী নো-ম্যানস ল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। সে আইন অমান্য করে কাজ শুরু করে বিএসএফ। এ সময় বিজিবি তাদের এই কাজে বাধা দেয়। 

পরে বেলা তিনটার দিকে সীমান্তের ওই স্থানে বিএসএফ ও বিজিবির মধ্যে ১০ মিনিটব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতার নির্মাণের কাজ স্থগিত ঘোষণা করা হয়। বিজিবির পক্ষে সুবেদার সাইদুল ইসলাম ও বিএসএফের পক্ষে বিসি জোশি নেতৃত্ব দেন। 

এ বিষয়ে বিজিবি ক্যাম্প কমান্ডার সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য পিলার স্থাপন করছিল। আমরা বিজিবির পক্ষ থেকে সেটি বাধা দিই। ভারতীয় বিএসএফের ক্যাম্প কমান্ডার বিসি জোশিকে আমরা বলেছি- ‘আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। বর্তমানে উভয় কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখার জন্য একমত পোষণ করেছেন। বিষয়টি আপনারা নিশ্চিত হতে পারেন। পরে বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কাজ বন্ধ রাখে।’ 

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার