হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে দাফনের দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাফনের প্রায় দেড় মাস পর কবর থেকে ফয়জার রহমান (৪৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। পরে লাশ পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

আজ রোববার উপজেলার গনাইর কুটি গ্রামের কবরস্থান থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলামের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৮ এপ্রিল বানুর কুটি গ্রামে ফয়জার রহমানসহ অপর দুই ব্যক্তি প্রতিপক্ষের হামলায় আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে সেই দিনই ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ গত ২০ এপ্রিল ফয়জার রহমানকে ছাড়পত্র দেয়। তাকে বাড়িতে আনা হলে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং গত ২৫ এপ্রিল মারা যান। 

এ ঘটনায় ফয়জার রহমানের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে গত ১ মে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১৫ মে এক আদেশে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। 

এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশ ও কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।’ 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বাদীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা