হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে দাফনের দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাফনের প্রায় দেড় মাস পর কবর থেকে ফয়জার রহমান (৪৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। পরে লাশ পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

আজ রোববার উপজেলার গনাইর কুটি গ্রামের কবরস্থান থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলামের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৮ এপ্রিল বানুর কুটি গ্রামে ফয়জার রহমানসহ অপর দুই ব্যক্তি প্রতিপক্ষের হামলায় আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে সেই দিনই ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ গত ২০ এপ্রিল ফয়জার রহমানকে ছাড়পত্র দেয়। তাকে বাড়িতে আনা হলে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং গত ২৫ এপ্রিল মারা যান। 

এ ঘটনায় ফয়জার রহমানের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে গত ১ মে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১৫ মে এক আদেশে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। 

এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশ ও কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।’ 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বাদীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস