হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের দুই দিন পর ফরহাদ মিয়া (১২) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পাতিলাপুর মিয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার শিশুটি নিখোঁজ হয়েছিল।

শিশু ফরহাদ মিয়া উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামের নুর আলম মিয়ার ছেলে। সে খামার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে শিশু ফরহাদ মিয়া নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে গতকাল শুক্রবার এলাকায় মাইকিং করেন। পরে আজ সকালে শিশুটির বাড়ি থেকে ২০০ গজ দূরে কচুশাক তুলতে গিয়ে এক নারী আমন খেতে অর্ধগলিত অবস্থায় মরদেহ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে ওই শিশুর পরিবারের লোকজন এসে শিশুটির মরদেহ শনাক্ত করেন। পরে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠায়।

শিশুটির মা ছাবিনা ইয়াসমিন বলেন, ‘পারিবারিকভাবে কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা আমরা জানি না। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীর বিচার চাই।’

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ