হোম > সারা দেশ > কুড়িগ্রাম

জাতীয় বিশ্ববিদ্যালয়: উলিপুরে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ (বিএ ও বিএসএস) ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ডিগ্রি পর্যায়ে ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি সর্বোচ্চ ২ হাজার টাকা। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে শিক্ষার্থীপ্রতি ৫ হাজার ৭৫০ টাকা করে আদায় করা হচ্ছে। উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটেছে।

পাঁচপীর ডিগ্রি কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, কোন শিক্ষার্থী কত টাকা দিয়ে ফরম পূরণ করবে, তা কলেজের নোটিশ বোর্ডে নাম ও রেজিস্ট্রেশন নম্বরসহ টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সবার কাছে ৫ হাজার ৭৫০ টাকা করে আদায় করা হচ্ছে। যেহেতু আমাদের পরীক্ষা দিতেই হবে তাই বাধ্য হয়ে দ্বিগুণের বেশি টাকা দিয়ে ফরম পূরণ করতে হচ্ছে। অনেক শিক্ষার্থী কিছু টাকা কম নেওয়ার জন্য অনুরোধ করলেও শিক্ষকেরা কোনো কথাই শোনেনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাঁচপীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে ইউএনও আতাউর রহমান বলেন, ‘এ রকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ