হোম > সারা দেশ > দিনাজপুর

শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে: ডা. প্রাণ গোপাল দত্ত

দিনাজপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। রোগীদের মানবতার সেবা করতে হবে। একজন ডাক্তারকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়াশোনা করতে হবে। এই মন-মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে আপনি কখনো একজন ভালো ডাক্তার হতে পারবেন না। মানুষকে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যাবে।’

আজ রোববার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের আয়োজনে প্রথম বর্ষের (২০২২-২৩ সেশন) ছাত্রছাত্রীদের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেড ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরউল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিচুর রহমান, বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, স্বাচিপের সভাপতি ডা. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ডা. আহাদ আলী প্রমুখ।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ