বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘শুধু ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। রোগীদের মানবতার সেবা করতে হবে। একজন ডাক্তারকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়াশোনা করতে হবে। এই মন-মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে আপনি কখনো একজন ভালো ডাক্তার হতে পারবেন না। মানুষকে শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যাবে।’
আজ রোববার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের আয়োজনে প্রথম বর্ষের (২০২২-২৩ সেশন) ছাত্রছাত্রীদের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেড ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।