হোম > সারা দেশ > রংপুর

নাশকতার মামলায় ডোমার জামায়াত-শিবিরের ২৮ নেতা-কর্মী কারাগারে

প্রতিনিধি, ডোমার (নীলফামারী) 

নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ২৮ নেতা–কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সংগঠনটির ৩০ নেতা-কর্মী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিচারক দু’জনের জামিন মঞ্জুর করে ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিকেলে ওই ২৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়। 

আদালত সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল, সরকার বিরোধী কর্মকাণ্ডসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষ্যে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর বিকেলে ডোমার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার সংলগ্ন হামিদের মোড় নামক স্থানে ডোমার উপজেলা জামায়াত-শিবিরের ৭০ থেকে ৮০ জন নেতা–কর্মীরা গোপন বৈঠককে বসে। এমন খবর পেয়ে ডোমার থানা-পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে জামায়াত কর্মী কামরুজ্জান ওরফে কামু (৩৮) ও ইয়াকুব আলীকে (৪৫) আটক করে। 

এ ঘটনায় ওই দিন রাতেই ডোমার থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ ৭০ থেকে ৮০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত/ ২০১৩) এর ৬ (২) এর ঈ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৮ ডিসেম্বর ৭৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। 

নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় জানান, মামলার ৭৯ জন আসামির মধ্যে ৩০ জন উচ্চ আদালত থেকে জামিন নিলেও ৪৯ পলাতক ছিলেন। এদের মধ্যে সোমবার ৩০ জন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার দুজনের জামিন মঞ্জুর করে বাকি ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড