হোম > সারা দেশ > কুড়িগ্রাম

তেল ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ করে দিলেন শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের দেওয়ানের খামার এলাকায় মেসার্স সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলের ট্যাংকে জ্বালানি তেল ভরতে কয়েক ব্যক্তি সাহা ফিলিং স্টেশনে যান। এ সময় জ্বালানি তেল ওজনে কম দেওয়া হচ্ছে মনে হলে তাঁরা বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত শিক্ষার্থীদের জানান। 

খবর পেয়ে শিক্ষার্থীরা ফিলিং স্টেশনে গিয়ে ওজনে কম দেওয়ার বিষয়টি যাচাই করেন। তাতে দেখা গেছে ২ লিটার ২৫ মিলিলিটার জ্বালানি তেল কিনে একজন ক্রেতা প্রায় ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পাচ্ছেন। 

এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলেন। এই প্রতিবেদন লেখার সময় আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ ছিল। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, ওজনে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।’ 

মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, ‘জ্বালানি তেলের মজুত শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এই অবস্থায় তেলের স্তর নিচে নেমে যায়। এতে পরিমাণে সামান্য তারতম্য হয়। শিক্ষার্থীরা ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলেছে।’ 

এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওজনে কম দেওয়ার অভিযোগে মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার জরিমানা করে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার