হোম > সারা দেশ > কুড়িগ্রাম

তেল ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ করে দিলেন শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের দেওয়ানের খামার এলাকায় মেসার্স সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলের ট্যাংকে জ্বালানি তেল ভরতে কয়েক ব্যক্তি সাহা ফিলিং স্টেশনে যান। এ সময় জ্বালানি তেল ওজনে কম দেওয়া হচ্ছে মনে হলে তাঁরা বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত শিক্ষার্থীদের জানান। 

খবর পেয়ে শিক্ষার্থীরা ফিলিং স্টেশনে গিয়ে ওজনে কম দেওয়ার বিষয়টি যাচাই করেন। তাতে দেখা গেছে ২ লিটার ২৫ মিলিলিটার জ্বালানি তেল কিনে একজন ক্রেতা প্রায় ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পাচ্ছেন। 

এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলেন। এই প্রতিবেদন লেখার সময় আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ ছিল। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, ওজনে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।’ 

মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, ‘জ্বালানি তেলের মজুত শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এই অবস্থায় তেলের স্তর নিচে নেমে যায়। এতে পরিমাণে সামান্য তারতম্য হয়। শিক্ষার্থীরা ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলেছে।’ 

এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওজনে কম দেওয়ার অভিযোগে মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার জরিমানা করে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু