হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরেও আগাম ঈদুল ফিতরের নামাজ আদায়

দিনাজপুর প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ ছয়টি উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে মুসল্লিদের একটি অংশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

এ ছাড়া চিরিরবন্দর উপজেলার রাবার সাইতারা, কাহারোল উপজেলা সদরের জয়নন্দ, ১৩ মাইল এলাকায়, বোচাগঞ্জ উপজেলার তেতরা, বিরল উপজেলার ভাড়াডাঙ্গী ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদে কয়েক শ পরিবারের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। 

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও আশপাশের কয়েকটি এলাকার মানুষ। এই জামায়াতে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় ৩০০ মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামায়াতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা মো. রাজ্জাক। 

এ ছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে, ১৩ মাইলে, বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামে, বিরল উপজেলার ভাড়াডাঙ্গী গ্রামে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদে ২০-২২টি গ্রামের তিন শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে। 

ঈদুল ফিতরের নামাজ শেষে মো. আব্দুল মান্নান নামে একজন মুসল্লি বলেন, ‘আমি প্রথমে আগাম ঈদ নামাজ পড়ার বিরোধিতা করেছি। পরে কোরআন ও হাদিস পড়ে যখন জানতে পারলাম এটিই সঠিক, তখন থেকে আমি এই নামাজের জামাতে শরিক হয়েছি।’

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। 

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ