হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরেও আগাম ঈদুল ফিতরের নামাজ আদায়

দিনাজপুর প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ ছয়টি উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে মুসল্লিদের একটি অংশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

এ ছাড়া চিরিরবন্দর উপজেলার রাবার সাইতারা, কাহারোল উপজেলা সদরের জয়নন্দ, ১৩ মাইল এলাকায়, বোচাগঞ্জ উপজেলার তেতরা, বিরল উপজেলার ভাড়াডাঙ্গী ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদে কয়েক শ পরিবারের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। 

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও আশপাশের কয়েকটি এলাকার মানুষ। এই জামায়াতে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় ৩০০ মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামায়াতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা মো. রাজ্জাক। 

এ ছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে, ১৩ মাইলে, বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামে, বিরল উপজেলার ভাড়াডাঙ্গী গ্রামে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদে ২০-২২টি গ্রামের তিন শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে। 

ঈদুল ফিতরের নামাজ শেষে মো. আব্দুল মান্নান নামে একজন মুসল্লি বলেন, ‘আমি প্রথমে আগাম ঈদ নামাজ পড়ার বিরোধিতা করেছি। পরে কোরআন ও হাদিস পড়ে যখন জানতে পারলাম এটিই সঠিক, তখন থেকে আমি এই নামাজের জামাতে শরিক হয়েছি।’

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। 

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার