গাইবান্ধার সাঘাটা উপজেলায় কুয়াশার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় এক পথচারীও আহত হয়েছেন। গতকাল বুধবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কচুয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামের আব্দুর রহিমের ছেলে নূরে আলম (৩৪) ও ছোট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে রনি মিয়া (৩২)। আহত পথচারী হলেন হাটকচুয়া গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫)।
স্থানীয়রা জানান, রাত ১১টার সময় দুই বন্ধু বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্থানীয় ভরতখালী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কচুয়াহাট সিএনজি স্ট্যান্ডের দিকে এলে কুয়াশার কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীসহ তাঁরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান। আহত পথচারীকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।