হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার যুবকের নাম মোখলেছুর রহমান শান্ত (২০)। সে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের নুরু মিয়ার ছেলে। গতকাল রাতে শান্তর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন উত্ত্যক্তের শিকার হওয়া ছাত্রীর বাবা।

অভিযোগে জানা গেছে, শান্ত একই গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রীটিকে দেখে সে বিভিন্ন অঙ্গভঙ্গি করত। ছাত্রীটি বিষয়গুলো তার অভিভাবকদের জানালে এ বিষয়ে একটি গ্রাম্য সালিস হয়।

গত রোববার ছাত্রীটি তার বান্ধবীসহ প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে শান্ত তার পথরোধ করে প্রেমের প্রস্তাবে রাজি হতে বলে। এতে সে রাজি না হলে শান্ত তাকে জড়িয়ে ধরে। তার চিৎকারে স্থানীয় বাসিন্দা মজনু মিয়া তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।

পরদিন সোমবার বিকেলে ছাত্রীর বাবা শান্তকে দেখে বিষয়টি সম্পর্কে জানতে চান। এ সময় সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। শান্ত অহেতুক কথা বললে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক পিটুনি দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় সোপর্দ করা হয়।

উত্ত্যক্তের শিকার ছাত্রীর বাবা বলেন, ‘শান্তকে তার কর্মকাণ্ডের বিষয় জানতে চাওয়া হলে সে উল্টাপাল্টা কথা বলে। এতে সেখানে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে তাকে গণপিটুনি দিয়েছে। আমরা তাকে মারপিট করিনি।’

শান্তর বাবা নুরু মিয়া বলেন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনাটি সত্য। একবার সালিসও হয়েছে। প্রেমঘটিত কারণে মেয়ের পরিবারের লোকজন গতকাল আমার ছেলেকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। শান্ত কোনো অন্যায় করলে আইন তার বিচার করবে। তারা কেন আমার ছেলেকে মারবে?’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দিকে আটক যুবকের বাবা ছেলেকে মারপিটের অভিযোগে মামলা দায়ের করেছেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ