হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বেরোবি অধ্যাপক তুহিন ওয়াদুদকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রাম প্রতিনিধি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অধ্যাপক ও নদীবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।এ ঘটনায় আজ রোববার কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অধ্যাপক।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জিডি নিবন্ধনের সত্যতা নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় একটি নম্বর থেকে অধ্যাপক তুহিন ওয়াদুদের মোবাইল ফোনে কল করে জীবননাশের হুমকি দেন এক ব্যক্তি। এতে তিনি উল্লেখ বলেন, হুমকিদাতা নিজের পরিচয় দেননি। হুমকিদাতা বলেছেন, ‘আমার ও আমার পরিবারের সদস্যদের অস্তিত্ব শেষ করে দেবেন।’

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাজারহাটে চাকিরপশার নদী সুরক্ষার দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছি। আমি নিজে এই আন্দোলনের সমন্বয়ক। উচ্চ আদালতের নির্দেশনা আছে অবৈধ দখলদার উচ্ছেদের। সে কারণেই দখলদারদের পক্ষে কেউ এই হুমকি দিয়েছেন বলে ধারণা করছি। পুলিশ তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।’

প্রসঙ্গত, রাজারহাটের চাকিরপশার নদীর কয়েকটি মৌজা বিল শ্রেণিভুক্ত। নদীটির ২০০ একরের বেশি জায়গা অবৈধভাবে দখল হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি দখলমুক্ত করে নদী উদ্ধারে আদালতের নির্দেশনা আছে। বর্তমান ওই কয়েকটি মৌজ ভুক্ত জমির খাজনা গ্রহণ, খারিজ ও বিক্রি বন্ধ আছে।

জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে ১৪১ একর এলাকাকে মুক্ত জলাশয় ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট দখল উচ্ছেদে জেলা প্রশাসন কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ