হোম > সারা দেশ > পঞ্চগড়

উদ্যোক্তারা শোনালেন তাঁদের সফলতার গল্প

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

বেকাররা শুধু দেশের নয়, পরিবারের কাছেও বোঝা। পরিবারের সদস্যরা সব সময় চান তাঁদের সন্তান যেন একটি সরকারি চাকরি করেন। এ জন্য নিজেদের শেষ সম্বল বিক্রি করে হলেও সন্তানকে দিতে চান সরকারি চাকরিতে। কিন্তু বাবা মায়ের সে ধারণা ভেঙে দিয়ে আজ আমি প্রতিষ্ঠিত। 

আজ সোমবার যুব দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার গণমিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথাগুলো বলছিলেন নিরঞ্জন রায়। তিনি জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বামাকালি গ্রামের একজন শিক্ষিত যুবক। 

২০১২ সালে এনজিও থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়ে নিরঞ্জন রায় গড়ে তোলেন পোলট্রি মুরগির খামার। সেই ১৫ হাজার টাকার খামার ১০ বছর পেরিয়ে বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ২০ লাখ টাকায়। প্রতিদিন তাঁর খামারে এখন কাজ করেন ১০ জন শ্রমিক। 

নিরঞ্জন রায়ের মত সফলতার এমন গল্প বলতে এসেছেন পাচঁপীর ইউনিয়নের হিমালয় সেন। সেও আজ প্রতিষ্ঠিত উদ্যোক্তা। তাঁদের দুজনের প্রতিষ্ঠিত হওয়ার গল্প শুনে অনেকে হতে চলেছেন উদ্যোক্তা।

হিমালয় সেন ২০১৬ সালে ডিগ্রি পাশ করে চাকরির পেছনে না ছুটে গড়ে তোলেন মাল্টা, লেবু ও পেয়ারা বাগান। এ ছাড়া তিনি গাভি পালন শুরু করেন। সেখান থেকে বর্তমানে মাসে তাঁর আয় আসে ১ লাখ টাকারও বেশি। 

সোমবার যুব দিবসের অনুষ্ঠানে তাঁদের সফলতার গল্পগুলো তাঁরা সবাইকে শোনান। পরে যুব উন্নয়নের যুবক, যুবতীদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন। 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ