হোম > সারা দেশ > গাইবান্ধা

সাবেক এমপি গিনিসহ আ.লীগের দুই শতাধিকের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি

মাহবুব আরা বেগম গিনি। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় সাবেক সংসদ সদস্য (এমপি) মাহবুব আরা বেগম গিনিসহ ৮৫ জনের নামে থানায় মামলায় করা হয়েছে। আজ বহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মো. বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৮৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি মাহবুব আরা বেগম, গোবিন্দগঞ্জ আসনের সাবেক এমপি আবুল কামাল আজাদ, গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবির, সুন্দগঞ্জের সাবেক এমপি নাহিদ নিগার, পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতি, ফুলছড়ি-সাঘাটা আসনের সাবেক এমপি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মাসুম জাহাঙ্গীর কবির মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাংগঠনিক সম্পাদক সাঈদ ইকবাল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু।

এজাহারে বায়োজিদ বোস্তামি জীম উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৪ জুলাই দুপুরে তাঁকে (জীম) গাইবান্ধা সরকারি কলেজ মাঠ থেকে জোরপূর্বক অপহরণ করে জেলা ছাত্রলীগ সভাপতি মো. আসিফ সরকারের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। পরে রাত ১০টার দিকে গলা চেপে হত্যার চেষ্টা চালানো হয়। স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ৪ আগস্ট বেলা ২টার দিকে বায়োজিদকে গাইবান্ধা ডিসি অফিসের সামনে থেকে পুনরায় আটক করে পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে নিয়ে মারধর করা হয়। এ সময় ৭০-৭৫টি রাবার বুলেট তাঁর শরীরে ছোড়া হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী হিসেবে মো. মাসুদ মিয়া ও মো. জাহিদ হাসান জীবনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড