হোম > সারা দেশ > কুড়িগ্রাম

আ. লীগ নেতার ছেলের হয়ে হাজিরা দিতে এসে কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের মামলায় আসামি এক উপজেলা আওয়ামী লীগ নেতার ছেলে। তাঁর হয়ে আদালতে হাজিরা দিতে যান আরেক ব্যক্তি। পরে আদালত বদলি ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন এবং এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। 

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলির আদালতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আব্দুস সামাদ। 

গ্রেপ্তার হওয়া যুবকের নাম জয়নাল আবেদীন (৩০)। তিনি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শিবেরডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। আর মামলার এজাহারভুক্ত আসামি আতিকুর রহমান (৩৫)। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামালের ছেলে। আতিকুরের বিরুদ্ধে অবৈধভাবে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে মামলা রয়েছে। 

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে আতিকুরসহ রৌমারী উপজেলার ৪২ জন অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় আসামিরা জামিন নেওয়ার পর নিয়মিত হাজিরা দিয়ে আসছেন। 

আদালতের বেঞ্চ সহকারী আব্দুস সামাদ বলেন, ‘প্রকৃত আসামির সঙ্গে যোগসাজশে জয়নাল আবেদীন নিজেকে আতিকুর পরিচয় দিয়ে আদালতে হাজিরা দিতে আসেন। এ জন্য আদালত স্বপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে পেনাল কোডের ৪১৭,৪১৯ এবং ১৩ ধারায় মামলা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মূল আসামি আতিকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’ 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ