হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১০

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলী সাতমাইল এলাকায় সোমবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলী সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন। তাঁদের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন ভর্তিচ্ছু পরীক্ষার্থীসহ একজন নারী, বাসের চালক ও পাঁচজন পুরুষ। সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপপরিদর্শক এম এ হান্নান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নুরানী পরিবহনের যাত্রীবাহী বাসটি দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। বিপরীত দিকে দশমাইল হতে ভুট্টাবোঝাই ট্রাকটি দিনাজপুর শহরের দিকে আসছিল। জামতলী সাতমাইল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিয়ে একটি গাছে গিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।

হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আহত পরীক্ষার্থীদের তিনজন হলেন বায়েজিদ, আদিবন সাদ ও হানজালা। আহত অন্যরা হলেন বাসের চালক ইসমাইল, হায়াত, রুবেল, রবিউল, রফিকুল ও সুমন। আহত অপর নারীর পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী হানজালা নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) ও বাসের চালক অপারেশন থিয়েটারে রয়েছেন।

এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা আজকের পত্রিকাকে বলেন, ‘তিন পরীক্ষার্থী আহত হয়েছে শোনামাত্র আমরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে উপস্থিত হই। তাদের খোঁজখবর নিই এবং দ্রুত চিকিৎসার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করি।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ