হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১০

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলী সাতমাইল এলাকায় সোমবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলী সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন। তাঁদের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন ভর্তিচ্ছু পরীক্ষার্থীসহ একজন নারী, বাসের চালক ও পাঁচজন পুরুষ। সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপপরিদর্শক এম এ হান্নান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নুরানী পরিবহনের যাত্রীবাহী বাসটি দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। বিপরীত দিকে দশমাইল হতে ভুট্টাবোঝাই ট্রাকটি দিনাজপুর শহরের দিকে আসছিল। জামতলী সাতমাইল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিয়ে একটি গাছে গিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।

হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আহত পরীক্ষার্থীদের তিনজন হলেন বায়েজিদ, আদিবন সাদ ও হানজালা। আহত অন্যরা হলেন বাসের চালক ইসমাইল, হায়াত, রুবেল, রবিউল, রফিকুল ও সুমন। আহত অপর নারীর পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী হানজালা নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) ও বাসের চালক অপারেশন থিয়েটারে রয়েছেন।

এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা আজকের পত্রিকাকে বলেন, ‘তিন পরীক্ষার্থী আহত হয়েছে শোনামাত্র আমরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে উপস্থিত হই। তাদের খোঁজখবর নিই এবং দ্রুত চিকিৎসার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করি।’

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার