হোম > সারা দেশ > রংপুর

হিলি সীমান্তে চারটি স্বর্ণের বারসহ একজন আটক

হিলি স্থলবন্দর প্রতিনিধি

হিলির রায়ভাগ সীমান্তে চারটি সোনার বারসহ নজরুল ইসলাম নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম, যার মূল্য প্রায় ২৭ লাখ টাকা।

জানা গেছে, আটক নজরুল ইসলাম সীমান্তবর্তী রায়ভাগ গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে। 

হিলির বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, একজন চোরাকারবারি ভারতে সোনা পাচার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলির বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সীমান্তবর্তী রায়ভাগ এলাকায় অভিযান চালান। এ সময় সীমান্তের ২৮৬-এর ১৪ সাব সীমানা পিলারের ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলামের মোটরসাইকেল দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের হেডলাইটের ভেতরে গোপনে লুকিয়ে রাখা মোট ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার ও মোবাইলফোন উদ্ধার করার হয়, যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। 

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলামকে আটক করা হয়। মোটরসাইকেলটিও জব্দ করা হয়। বিজিবি জানায়, আটক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড