রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৫ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে ৮২১ জন রোগীর শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু ও শনাক্তের সংখ্যা গত কয়েক দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
আজ রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন মৃতদের মধ্যে রংপুরের পাঁচজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, নীলফামারীর দুজন, গাইবান্ধার দুজন, লালমনিরহাট, পঞ্চগড় ও দিনাজপুরের একজন করে রয়েছেন।
২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৫১ শতাংশ। সুস্থ হয়েছেন ৪৯৯ জন।
আক্রান্তদের মধ্যে রংপুরের ২৪৬ জন, গাইবান্ধার ১৬৪ জন, ঠাকুরগাঁওয়ের ৯৬ জন, পঞ্চগড়ের ৮৬ জন, দিনাজপুরের ৬৮ জন, কুড়িগ্রামের ৬৬ জন, নীলফামারীর ৫৭ জন ও লালমনিরহাটের ৩৮ জন রয়েছেন।
এ নিয়ে রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪০ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৯ জন, রংপুরের ১৫২, ঠাকুরগাঁওয়ের ১৩৭, নীলফামারীর ৫৩, লালমনিরহাটের ৪৬, পঞ্চগড়ের ৩৮, কুড়িগ্রামের তিনজন ও গাইবান্ধার ৩৭ জন রয়েছেন।
এ পর্যন্ত রংপুর বিভাগে মোট ১ লাখ ৯০ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৬ হাজার ৯২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।