হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নির্বাচন জটিল কাজ, একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়: ইসি রাশেদা সুলতানা

কুড়িগ্রাম প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন জটিল কাজ। কারো একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যে যেভাবে এ কাজের সঙ্গে জড়িত তাদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। 

আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি ধমকি দেয়, পথে ঘাটে, ঘরে বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটারেরা নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।’ 

ইসি আরও বলেন, ‘এবারই প্রথম ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। ভোটারদের কোনো ভয় নেই। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। তাই
ভোটাদের হুমকি ধমকি করলে ভোটারেরা প্রশাসনকে জানানো মাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ নির্বাচনে জেলার ৪টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সকল প্রিজাইডিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ